শাবলু শাহাবউদ্দিন , পাবনাঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপ্রাণ চেষ্টায় দুই বছর আগে প্রতিষ্ঠিত হয়ে ছিল টিউশন সেবা নামক সামাজিক সংগঠন । অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে টিউশনি সেবা দিয়ে আসছেন এই সংগঠন ।
গতকাল শনিবার টিউশন সেবা পাবনার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মিকদাদ হুসাইনের সভাপতিত্বে ও এবি রুপমের সঞ্চালনায় প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল আলীম স্যার এবং টিউশন সেবার সিনিয়র সদস্য ফারুক ও অন্যান্য সদস্যদের মধ্যে আসিফ,ফাতিমা তমা, সায়েম,সজল,শাওন,শারমিন,রাহাত, আরিফ সহ টিউশন সেবা প্রাইভেট প্রোগ্রামের সকল ছাত্র -ছাত্রী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে টিউশন সেবা প্রাইভেট প্রোগ্রামে সাপ্তাহিক পরিক্ষায় প্রথম স্থান অর্জন কারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
সভাপতি দাবি করেন, তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক শিক্ষার্থী অর্থনৈতিক এবং সামাজিক ভাবে আত্মরক্ষার পথ খুঁজে পেয়েছেন ।
প্রধান অতিথি আব্দুল আলিম সংগঠনের মঙ্গল চেয়ে দোয়া প্রার্থনা করেন ।