ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক আদশে এই তথ্য জানানো হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
একই আদেশে হারুন অর রশীদ ছাড়াও আরও দুইজন কর্মকর্তাকে বদলী করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিনকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) হিসেবে বদলী করা হয়েছে।
Discussion about this post