কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিঃ-
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখা
শুক্রবার(২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশ্ববর্তী বাংলা বাজার এলাকায় এ ক্যাম্পেইনের আয়োজন করেন শাখা শুভসংঘের সদস্যরা। এ সময় স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধের উপায় তুলে ধরেন তারা।
ডেঙ্গু নিয়ে বিশেষ সচেতনতামূলক এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা শুভসংঘের উপদেষ্টা ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ মোর্শেদ, শাখা শুভসংঘের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নাঈম ও মো. মাসুদ হোসেন, অর্থ সম্পাদক কাউছার আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম সিয়াম, কার্যনির্বাহী সদস্য সানজিদ মুনতাসির সানসহ অন্যরা।
Discussion about this post