ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ৩ হাজার ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে
উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে মশা নিয়ন্ত্রণে
৪৯ কোটি টাকার প্রস্তাবও তুলে ধরা হয়, যা গত অর্থ বছরের
তুলনায় শতকরা ১৮২ ভাগ বেশি।
সংবাদ সম্মেলনে মেয়র
আতিকুল ইসলাম আরো জানান, মশা নিয়ন্ত্রণে ২০১৮-১৯ সালে ১৭.৫০ কোটি টাকা বরাদ্দ ছিলো।২০১৯-২০ সালে ৪৯.৩০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে যা গতবারের তুলনায় ১৮২ শতাংশ বেশি। প্রাথমিক
স্বাস্থ্য পরিচর্যায় বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।