ইমলাক হোসেন, ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা কলেজ:
গ্রীন ভয়েস, ঢাকা কলেজ শাখার উদ্যোগে গত ৩১ জানুয়ারি,২০২৪ তারিখে ঢাকা কলেজে কম্বল বিতরণ করা হয়। এ-সময় ঢাকা কলেজের বিভিন্ন ডিপার্ট্মেন্টের আবাসিক শিক্ষার্থীদের এবং ৮ হলের ডাইনিং এর কর্মচারী ও কলেজ ক্যাম্পাসের কয়েকজন কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার সভাপতি আব্দুল আউয়াল রবি এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। তীব্র এই শীতে গ্রীন ভয়েস দেশের বিভিন্ন জায়গায় এবং বিশ্ববিদ্যালয়,কলেজ ক্যাম্পাসগুলোতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় ঢাকা কলেজে কম্বল বিতরন করা হয়। সহযোগিতার অনন্য কাজে গ্রীন ভয়েস নাম পরিচয় গোপন রেখে এ শীতবস্ত্র বিতরন করে থাকে। ফলে শীতবস্ত্র গ্রহনে শিক্ষার্থীদের আগ্রহ দেখা দেয়।
এতে দরিদ্র শিক্ষার্থীরা যেমন উপকৃত হয় তেমনি গ্রীন ভয়েস ও তার কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন।
শীতবস্ত্র বিতরণের সময় আব্দুল আউয়াল রবি বলেন, “আমরা দরিদ্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে কম্বল বিতরনের উদ্যোগ নিই। সেই সাথে হল গুলোতে থাকা কর্মচারী ও ক্যাম্পাসের কর্মচারীদেরও অন্তর্ভুক্ত করেছি। এখন থেকে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে এবং আগামীতে আরও বেশি সংখ্যক কম্বল বিতরন করবো।”
Discussion about this post