যুক্তরাষ্ট্র থেকে মাংস আমদানি করা নিয়ে শুক্রবার তাইওয়ান পার্লামেন্টে আলোচনা সভায় হাতাহাতির ঘটনা ঘটে । কথা কাটাকাটি ও হট্টগোলের এক পর্যায়ে প্রধান বিরোধীদল কুওমিনতাংয়ের সদস্যরা প্রধানমন্ত্রী সু তিসেং-চ্যাং এর ওপর শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে মারে।
জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে শূকর ও গরু আমদানি নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলছে তাইওয়ানে। বিষয়টি নিয়ে পার্লামেন্টে বিতর্ক বন্ধের দাবি জানান বিরোধীরা। তবে আলোচনায় সন্তোষ না হওয়ায় একপর্যায় প্রধানমন্ত্রী, স্পিকারসহ ক্ষমতাসীনদের দিকে শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে মারেন কুওমিনতাংয়ের নেতাকর্মীরা।
তাদের অভিযোগ আমদানি করা শূকরের মাংসে রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক র্যাক্টোপামিন।
সূত্রঃ বিবিসি