দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাংচুর ও কর্মীদের হুমকির অভিযোগে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ১৭ ই ডিসেম্বর শুক্রবার বিকেল তিন টায় তারাকান্দার চাড়িয়া বাজারে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় ।
এ সময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ এমরান হোসেন আকন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে নিজের কর্মী ও সমর্থকদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন । তিনি জানান,আনারস মার্কার নির্বাচনী অফিস ভাংচুর,মোটরসাইকেলে অগ্নিসংযোগ,ব্যানার ছিড়ে ফেলা ও কর্মীদের ওপর হামলর মাধ্যমে এক ভিতিকর অবস্থার সৃষ্টি করেছে আওয়ামীলীগ সমর্থীত নেতাকর্মীরা । এছাড়াও নির্বাচনী প্রচারকেন্দ্রর মাইক, চেয়ার-টেবিল ভাঙচুর এবং অগ্নিসংযোগ অভিযোগও করেন তিনি । একই সঙ্গে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তার কর্মীদের প্রাণনাশেরও অভিযোগ করেন তিনি ।
Discussion about this post