স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম রিপন মিয়া(৩০)। সে উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের মোঃ মোতালেব মিয়ার পুত্র। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
এ তথ্য নিশ্চিত করে নিহতের ছোট ভাই স্বপন বলেন, মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে আটটায় হোমনা উপজেলার জয়পুর গ্রামে আমার ছোট বোনের বাড়িতে যায় বিল্ডিং এর কাজ করার জন্য। এসময় বিল্ডিং এর উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে কে মৃত ঘোষণা করেন।
Discussion about this post