মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
দীর্ঘদিন স্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হিসেবে চাকরি করছেন। বেতন পেয়ে সংসার চালিয়েছেন তারা। চাকরিতে স্থায়ী হওয়ার আশ্বাসও পেয়েছেন অনেকবার। কিন্তু বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন হঠাৎ দুটি বিজ্ঞপ্তির দিয়ে ৯০জন শ্রমিক-কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।
বিশেষ করে চলতি ২০২১-২২ আখ মাড়াই মৌসুম থেকে স্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত ৯০জন শ্রমিক-কর্মচারীর চাকরি নেই। এতে করে ঐসব শ্রমিক-কর্মচারী পরিবার পরিজন নিয়ে হতাশার প্রহর গুনছেন।
সংশ্লিষ্ট সুগারমিল সুত্রে জানা যায়, স্থায়ী চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারী রয়েছে ১৭০ জন। তারা স্থায়ী চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারী হলেও দীর্ঘ ৮ থেকে ১০ বছর যাবত এ মিলে চাকরি করে আসছেন। হঠাৎ গত ৫ ও ৭ সেপ্টেম্বর/২১ খিৃঃ বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে চুক্তিভিত্তিক ১৭০ শ্রমিক-কর্মচারীর মধ্যে ৯৪ জনকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। ছাঁটাই হওয়া বিজ্ঞপ্তিতে শ্রমিক-কর্মচারীদের নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।
অপর দিকে ছাঁটাই করা শ্রমিকের বিপরীতে ইতি পুর্বে দেশের ৬টি সুগার মিল বন্ধ (স্থগিত) হয়েছে সে সমস্ত মিল থেকে যাদের চাকরি স্থায়ী হিসাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন, সে সব শ্রমিক-কর্মচারীদের আবার জিল বাংলা সুগার মিল দেওয়ানগঞ্জে বদলী করে চুক্তি ভিক্তিক কর্মচারীদের বিপরিতে স্থলাভিষিক্ত করা হয়েছে। ইতোমধ্যে বদলীকৃত বিভিন্ন মিলের শ্রমিক-কর্মচারীর মধ্যে প্রায় ৪০ জন এসে যোগদান করেছেন। ফলে ছাঁটাই হওয়া ৯০জন শ্রমিক-কর্মচারী পরিবারবর্গ নিয়ে হতাশায় প্রহর গুনছেন। ছাটাই হওয়া শ্রমিক দেওয়ানগঞ্জ চরভবসুর পূর্বপাড়ার এলাকার বাসিন্দা রেজাউল করিম জানান তিনি গত ৮ বছর থেকে মিলে ইলেকট্রনিস সহকারী পদে স্থায়ী চুক্তিভিত্তিক চাকরি করে আসছি। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ আমাদের ছাঁটাই করছে। এখন আমরা পরিবার পরিজন নিয়ে কিভাবে দিনাতি পাত করবো তাই আমরা হতাশায় পড়েছি।
এ ব্যাপারে জিল বাংলা চিনি কল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাঁটাইকৃতরা স্থায়ী পদে হলেও তাদের নিয়োগ চুক্তিভিত্তিক। কর্তৃপক্ষ যে কোনো সময় সে চুক্তি বাতিল বা স্থগিত করতে পারেন। যেহেতু সরকারি সিদ্ধান্তে শ্রমিক-কর্মচারী ছাঁটাই করা হচ্ছে। এ বিষয়ে আমাদের ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে করার কিছুই নেই বলে জানান।
এ বিষয়ে জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম বলেন, শ্রমিক-কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন নিয়েছে। এ ব্যাপারে সরকারী সিন্ধান্তে আমাদের কোনো ভিন্নমতের সুযোগ নেই। কারণ স্থগিত(বন্ধ) হওয়া ৬টি চিনিকল থেকে যারা স্থায়ী পদে স্থায়ী নিয়োগধারী তাদেরকে জিল বাংলা চিনিকল দেওয়ানগঞ্জে মিলে বদলী করে যোগদানের নির্দ্দেশ দিয়েছেন। তাই এ কারণে স্থায়ী চুক্তি ভিক্তিক নিয়োগ প্রাপ্তদের ছাঁটাই করা নির্দ্দেশ রয়েছে বলে জানান।
Discussion about this post