ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কথিত শিল্পপতি রিপন আরও বেপরোয়া হয়ে উঠেছে।সর্বশেষ রিপন বাহিনী নারুই গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে মজিবুর রহমানকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে।
১০ অক্টোবর রাত ৮টায় নারুই গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে মজিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন।এবিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। গত এক মাস ধরে রিপন বাহিনী ধারাবাহিক ভাবে ওই এলাকায় একের পর এক ব্যক্তিকে এভাবেই মারধোর করছে। কোন ব্যক্তি তার কাছে নতজানু না হলেই শুরু হয় নির্যাতন।
সম্প্রতি কিছু মিডিয়ায় রিপনের এসব সন্ত্রাসী কর্মকান্ড ও তার নিজস্ব বিচার ব্যবস্থার ব্যপার প্রকাশ হওয়ার পর কিছুদিন ঘা ঢাকা দিয়ে থাকলেও বর্তমানে রিপন আগের চেয়েও আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। যেইসব লোক মিডিয়ার খবরে বক্তব্য দিয়েছিলো তাদেরকে এখন মেরে পিটিয়ে গ্রাম ছাড়া করেছে রিপন। এবং পালিয়ে বেড়াচ্ছে একাধিক ব্যক্তি ও পরিবার। এসব বিষয়ে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
মজিবুরের চাচা ও ভাই জানান, পুলিশ সুপারের কাছে এবিষয়ে একাধিক বার অভিযোগ দিলেও স্থানীয় থানা পুলিশ পক্ষপাত মূলক আচণর করছে।ফলে অন্য সবার মতো আমরাও বিচার পাচ্ছিনা।
এবিষয় জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা মুজিবুর রহমানকে চিকিৎসা দেওয়া জন্য ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যায়। এখন পর্যন্ত এবিষয়ে কেউ কোন অভিযোগপত্র নিয়ে আসেননি। অভিযোগপত্র পেলে অবশ্যই আনুগত্য ব্যবস্হা গ্রহণ করা হবে।
Discussion about this post