আশিকুর রহমান, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ২০ পিস ইয়াবাসহ কাউসার আহমেদ (২৮) নামে এক উপ-সহকারী কৃষি অফিসারসহ দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বাগাতিপাড়া উপজেলা পরিষদের পার্শ্ববর্তী ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কাউসার আহমেদ পার্শ্ববর্তী চারঘাট উপজেলার হাবিবপুর এলাকার হোসেন আলীর ছেলে এবং বাগাতিপাড়া কৃষি অফিসে উপ-সহকারী কৃষি অফিসার হিসেবে কর্মরত আছেন। অপরজন একই এলাকার আবুল কালামের ছেলে ভ্যান চালক মাসুদ আলী ।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ কাউসার আহমেদের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। ঘণ্টাব্যাপী অভিযানে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক মমলার প্রস্তুতি চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
Discussion about this post