মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ
মুখমণ্ডল বা শরীরের যেকোনো স্থানে জন্মদাগ থাকতে পারে। তবে এবার জামালপুরের সরিষাবাড়ীতে জন্মের সাতমাস পর প্রকাশ হয়েছে শিশুর গালে নৌকা প্রতিকের জন্মগত চিহ্ন। শিশুটি সরিষাবাড়ী উপজেলার আরামনগর গ্রামের আরিফুল হকের মেয়ে।
জানা যায়, সরিষাবাড়ী উপজেলার আরামনগর গ্রামের আব্দুল হকের ছেলে আরিফুল হকের সাথে ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকার হারুন অর রশিদের মেয়ে হাসি আক্তারের সাথে ১০ বছর পুর্বে বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে ২ টি পুত্র সন্তান জন্ম হয়। বড় ছেলে বন্ধন আরামনগর কামিল মাদরাসার ৪র্থ শ্রেনিতে ও ছোট ছেলে লাবীব চাইল্ড মমস স্কুলের প্রথম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে। ২০২১ সালের ৬ ডিসেম্বর সরকার পাশা ওয়েল ফেয়ার ট্রাস্টে জন্মগ্রহণ করেন শিশু কন্যা। শিশু কন্যার জন্মের পর শিশুটির গালের ডান পাশে হালকা নৌকা প্রতিকের চিহ্ন নিয়ে জন্ম হওয়ার বিষয়টি গোপন রাখেন তাদের পরিবার। আরিফুল হক আরামনগর বাজার এলাকার বন্ধন কোয়ালিটি আইসক্রীমের সত্ত্বাধিকারী।
বাচ্চাটির গালের ডানপাশে নৌকা প্রতিকের চিহ্ন ভেসে উঠায় এখন আর তারা গোপন রাখতে পারছেন না। এলাকায় বিভিন্ন জনে নাম রেখেছে নৌকা কন্যা সাওদা। নৌকা কন্যা সাওদাকে দেখতে প্রতিদিন ওই বাড়িতে ভীড় করছেন স্থানীয়রা।
সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানান।
এ বিষয়ে শিশুটির পিতা আরিফুল হক বলেন, সাওদার গালে নৌকা প্রতিকের প্রতিচ্ছবিটি দেখার পর তিনি বিষয়টি গোপন রাখেন। শিশুর গালে নৌকা প্রতিক দেখে আশ্চর্য হচ্ছেন অনেকেই। আল্লাহর প্রদত্ত জন্ম দাগ, এটা কারোর কিছুই করার নেই। মেয়েটির নাম আমরা সাওদা রেখেছি। কিন্তু যারা দেখতে আসেন তারা সবাই নৌকা কন্যা সাওদা বলে ডাকে। তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া চান।
আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, বাচ্চাটির বাবা আরিফুল হক তার ঘনিষ্ট বন্ধু। তিনি ওই বাড়ীতে গিয়ে বাচ্চাটির গালে নৌকা প্রতিকের প্রতিচ্ছবি দেখতে পান।
Discussion about this post