নুরুল বশর মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক সুবিধার্থে জেলা প্রশানের উদ্দ্যোগে সৈকতের লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্টে ও কলাতলী পয়েন্টে মোট ৪টি ভ্রাম্যমান লকার বসানো হয়।
সমুদ্র সৈকতে বসানো প্রতিটি লকার বক্সে ৫৪ টি লকার সুবিধা রয়েছে।৪টি পয়েন্টে মোট ২১৬জন পর্যঠক এই লকার ব্যবহার করতে পারবেন। এতে প্রতি ঘন্টায় ৪০টাকা করে মূল্য নির্ধারণ করা হয়েছে।
এতে ভ্রমণ পিপাসুরা তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র কম খরচে প্রতি ঘন্টায় ৪০ টাকায় নিজের মতো করে লকারের সুবিধা ব্যবহার করতে পারবেন। যা কক্সবাজার সৈকতে এই প্রথম ভিন্ন রকম উদ্দ্যোগ গ্রহন করেছেন জেলা প্রশাসন।
পর্যটকরা জানান, সমুদ্রসৈকতের বালিয়াড়িতে এমন সুবিধা পেয়ে তারা খুব আনন্দিত। কারন সৈকতে গোসল করতে নামার আগে এই লকারের সুবিধা পর্যটন এলাকায় অত্যন্ত জরুরী ছিল।এই সুবিধা পাওয়ায় নিশ্চিন্তে গোসল করতে নামা যাবে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, পর্যটকদের বিশেষ সুবিধার কথা চিন্তা করে সৈকতে ভ্রাম্যমান লকারের ব্যবস্থা করা হয়েছে। গোসল করতে নামা পর্যটকরা তাদের মূল্যবান জিনিসপত্র লকারে রেখে চাবি তাদের নিজেদের কাছে রাখবেন।
Discussion about this post