নুর এ আলম, পাথরঘাটা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় দুইজন চোর আটক করেছে পাথরঘাটাথানা পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সেনাসদস্য সার্জেন্ট মোহাম্মদ কবির মিয়ার বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো পাথরঘাটা পৌর এলাকার লতিফ মিয়ার ছেলে আব্দুর রহিম ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার শাহ আলম বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস।
সার্জেন্ট মোহাম্মদ কবির মিয়ার বাসা কারিমা নামে এক নারী কয়েক মাস আগে ভাড়া নেয়। সেই বাসার কারিমার পরিচিত আব্দুর রহিম তার সহযোগী
নাসির বিশ্বাস কে রেখে আসে। দিনের বেলায় সেই বাসার নাসির অবস্থান করলেও রাতে অন্য কোথাও অবস্থান করতো বলে জানায় ভাড়াটিয়া কারিমা। আরও জানান গত চার-পাঁচ দিন ধরে একই অবস্থা চলছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, আটককৃতরা চোর দলের সক্রিয় সদস্য। উপজেলার বিভিন্ন স্থানে চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চোর হিসেবে চিহ্নিত। তাদের মধ্যে দুই সদস্যকে আটক করা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সোমবার আদালতের
মাধ্যমে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।
Discussion about this post