শাবলু শাহাবউদ্দিন,পাবনা প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিতর্ক সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটির ৫ম আন্তঃভাষা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলা বিভাগের দল ‘কোন্তিক বাংলা’ এবং রানার আপ হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দল ‘অপরাজেয় সিএসই’ ।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের বিতর্কে ‘অপরাজেয় সিএসই’কে ৭-২ ব্যালটে হারিয়ে প্রথম বারের মত আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলা বিভাগ।
চূড়ান্ত পর্বের বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন ‘কোন্তিক বাংলা’ দলের ফাহমিদা বারী তিশা এবং ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের দল ‘ইতিহাসের কথোপকথন’ দলের ফাইরুজ ফারিহা।চূড়ান্ত পর্বের বিতর্কের স্পিকারের দায়িত্ব পালন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ হাবিবুল্লাহ। ৯ জনের বিচারক প্যানেলের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পাস্ট ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এনামুল হক শাওন।
এছাড়াও পুরো বিতর্ক প্রতিযোগিতায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জান্নাত আরা ফেরদৌসী, স্থাপত্য বিভাগের প্রভাষক এবং শেখ হাসিনা হলের প্রভোস্ট লায়লা আঞ্জুম বানু, স্থাপত্য বিভাগের প্রভাষক সঞ্জিত কুমার নাথ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক রেহানা বেগম এবং ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক শাহনাজ পারভীন।চূড়ান্ত পর্বের বিতর্ক শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাস্টডিএস ৫ম আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা বাস্তবায়ন পর্ষদের আহ্বায়ক কুমারী সঞ্চিতা রাণীর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ হাবিবুল্লাহ বলেন-“স্বাধীনতার মাসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বসে ভাষা নিয়ে এদেশের তরুণ প্রজন্ম কথা বলছে সেটা সত্যিই আমাদের জন্য গর্বের। আমি আশা করছি এই তরুণ প্রজন্মের হাত ধরেই বাংলা ভাষা আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এবং ভাষা শহীদদেরজ অবদানকে যথাযথভাবে স্বীকার করবে।”
এ সময় তিনি আরও বলেন-“আজকের জয়ী এবং বিজয়ী উভয় দলকেই অভিনন্দন। সব কিছুতে জয় পরাজয় থাকবেই কিন্তু সেই জয় পরাজয় থেকে আমরা কতটুকু শিখতে পেরেছি সেটাই মূখ্য বিষয়। আমি আশা করছি আজকের জয়ী এবং পরাজয়ী উভয় দলই এই বিতর্ক থেকে শেখা অংশটুকু তাদের বাস্তব জীবনে যথাযথভাবে কাজে লাগাবে।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা তার বক্তব্যে বলেন-“আজকের এই আয়োজনের সাথে আমি থাকতে পেরে আমি আনন্দিত। শুরু থেকেই আয়োজকদের দেখেছি অক্লান্ত পরিশ্রম করতে। তাদের এই পরিশ্রম আজকে স্বার্থক। জয়ী এবং পরাজয়ী দুই দলের জন্যই শুভকামনা থাকবে। আগামীদিনগুলোতে আরও ভালো করার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। এছাড়াও এই রোদের ভেতরে বসে শুরু থেকে যারা বিতর্কটি উপভোগ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।”
সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এছাড়াও প্রতোগিতায় অংশগ্রহন করা সকল বিতার্কিকদের সনদ প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের ২১টি দল নিয়ে শুরু হয় পাস্টডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ৫ম আসর। প্রথমবারের মত পাস্টডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাংলা বিভাগ।
Discussion about this post