মাসুদ হাসান:
সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ফারুক ওমরের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় কাঁচপুর নিজ কার্যালয় নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করেন।
অনুষ্ঠানে বক্তব্যে ফারুক ওমর বলেন,আজ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৪ সালের এই দিনে দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের পাশে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। সব সময় অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ায় সংগঠনটির নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের আজ শুভ জন্মদিন। আমি তার সুস্বাস্থ্য ও আরও সাফল্য কামনা করছি। তিনি আছেন বলেই আজ বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এত উন্নতি।
Discussion about this post