দেলোয়ার হোসেন রাজিব, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ফিসারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে । মৃত তাজুল ইসলাম(৩৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে গজহলপুর গ্রামের হাফিজ উদ্দিন এর ছেলে । জানা যায়, ২ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯.৩০ মিঃ ফিসারীতে মাছ ধরতে পানি নিষ্কাশনের মটর পাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তাজুল ইসলাম । পরবর্তীতে প্রতিবেশীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে ।
প্রতিবেশীরা জানান,মৃত তাজুল ইসলাম মেজবাহ উদ্দিন মন্ডল (ভান্ডারী) নামের একজনের ফিসারীতে দীর্ঘদিন কাজ করতেন । তবে মেজবাহ উদ্দিন এর এই সাথে কথা বললে তিনি জানান,এ ফিসারী পূর্বে তিনি পাঁচ বছর মাছ চাষ করেছেন । বর্তমানে তিনি এখানে মাছ চাষ করেন না এবং ফিসারীর মালিক মুমেন তালোকদার ।
Discussion about this post