রানা মুহম্মদ সোহেল,প্রতিনিধি বগুড়াঃ
বগুড়ায় বিসিক শিল্পনগরীতে নৈশপ্রহরীকে ট্রাকচাপায় হত্যা ও ঘটনার আলামত ধ্বংসের অভিযোগে এজাজুল ইসলাম অরফে আপেল (২৫) নামের ট্রাক চালককে গ্রেপ্তার করেছে এস আই মোশাররফ সহ সঙ্গীয় সদর থানার পুলিশ ফোর্স।
বুধবার (৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সোনাতলা উপজেলার খোড়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এজাজুল ইসলাম অরফে আপেল ঐগ্রামের বেলাল মন্ডলের ছেলে এবং বালু পরিবহনের ড্রাম ট্রাক চালক বলে জানা গেছে।
গত (০৫-০৯-২০২৩ ইং) মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিল্পনগরীর ভিতরে শাওন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে আব্দুল বাসেদ (৪০) নামে এক নৈশপ্রহরীর মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় বাসেদের ছেলে রাজিব মোল্লা বাদি হয়ে অজ্ঞাত নামে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন তদন্ত অফিসার পরিদর্শক মো. শাহিনুজ্জামান সদর থানা বগুড়া।
এজাহারের বরাতে তিনি জানান, বিসিকে বালু ফেলে মাঠ ভরাটের কাজ চলছিল। এ উদ্দেশ্যে সোমবার রাতে আপেল ট্রাকে করে বালু নিয়ে আসেন। কিন্তু অসাবধানতাবশত ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুল বাসেদ ঘটনাস্থলেই মারা যান। এরপর আপেল মরদেহ সেখান থেকে সরে নিয়ে পাশের একটি ঝোপের ধারে ফেলে রেখে পালিয়ে যায়। আর দুর্ঘটনাস্থলের ট্রাকচাপার আলামত ধ্বংস করে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাগুলো জানতে পারি। সেই সঙ্গে আপেলকেও শনাক্ত করা হয়। পরে মামলা হলে রাতেই পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সংবাদ লেখা পর্যন্ত সময়ে আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানাযায়।
নিহত আব্দুল বাসেদ গাবতলী উপজেলার পাইকার পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। প্রায় দুইমাস ধরে বিসিক শিল্পনগরীর শাওন ব্রাদার্স নামে প্রতিষ্ঠানে নৈশ্যপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন তিনি। দ্রুত আসামি গ্রেফতার হওয়া পুলিশ প্রসাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার জনগন।
Discussion about this post