সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা এখনো ষড়যন্ত্র করছে। দেশকে উন্নয়নের দিক থেকে পিছিয়ে ফেলার জন্য চক্রটি তৎপর রয়েছে। দেশের সার্বিক উন্নয়নে তারা বাধাগ্রস্থ করছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আরারও আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করতে হবে।
আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাঞ্চন পৌরসভার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি একথা বলেন।
কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রিশকাহনীয়া এলাকার সাত্তার জুট মিলস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভা মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল ইসলাম, আলহাজ্ব এমায়েত হোসেন, ফখরুল ইসলাম তপন, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান তুহিন, উপজলো স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, শ্রমিকলীগ নেতা মতিয়ার রহমান আকন্দ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান র্শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। পরে বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
Discussion about this post