সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে কেওঢালার ঢাকাগামী লেনে গাজীপুর পেপার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার (এসআই) আরিফ রেজা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই একটি মামলা দায়ের করেছেন।
আরিফ রেজা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওঢালা নামক স্থানে ঢাকাগামী লেনে গাজীপুর পেপার মিলের সামনে অজ্ঞাত এক গাড়ি দ্রুত ও বেপরোয়া গতিতে অজ্ঞাত পুরুষ বয়স অনুমান (৩৫) কে ধাক্কা দিলে রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন।মৃত দেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান,সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতের পরিচয় জানার জন্য নারায়ণগঞ্জ জেলার সিআইডি এবং পিবিআই’কে সংবাদ প্রদান করলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের আঙ্গুলে চাপ সংগ্রহ করে। পরিক্ষা-নিরীক্ষা শেষে পরিচয় সনাক্ত করা যায়নি ।নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
Discussion about this post