মোঃ সাইদুর রহমান,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার সেরা অফিসার নির্বাচিত হয়েছেন আমতলী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ নাজমুল ইসলাম।
আজ (১৬ই মে, সোমবার) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের কর্তৃক ২০২১-২২ চলতি অর্থ বছরে কর্মক্ষেত্রের কার্যকাল এর ভিক্তিতে মোঃ নাজমুল ইসলাম এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি কে জেলার সেরা সহকারী কমিশনার ভূমি নির্বাচিত করা হয়েছে।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ নাজমুল ইসলাম বলেন, আমার উপর সারা বছরের অর্পিত দায়িত্ব আমি সর্বদা সচেষ্ট ছিলাম, এই স্বীকৃতির ফলেই আমার যায়গায় থেকে মনে হচ্ছে আমার পরিশ্রমটা সফল হয়েছে ।কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউএনও স্যার, এডিসি রেভিনিউ স্যার এবং ডিসি স্যারের প্রতি। আগামী দিনে এই স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করবে।
Discussion about this post