মো: সায়েম উদ্দিন মুসা, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সহকারী দুই প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এসএম নাসির উদ্দিন ও আইন বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবিরকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগ আদেশ উক্ত পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এ দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে কর্তৃপক্ষ এ নিয়োগ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
Discussion about this post