নিলয়, স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপে সুপার লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।টুর্নামেন্টে টিকে থাকতে আজ তাই শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কা বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এক পরিবর্তন নিয়েই একাদশ সাজিয়ে লাল সবুজের প্রতিনিধিরা। এনামুল হক বিজয়কে আজ একাদশে দেখার জোর সম্ভাবনা থাকলেও ডাগ আউটেই দেখা যাবে এ ওপেনারকে। তবে আফিফের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছে স্পিনার নাসুম আহমেদ।
শ্রীলঙ্কার প্রেমাদসা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, ‘আমাদের জন্য এটা অবশ্য জিততে হবে। পাকিস্তানের তুলনায় কন্ডিশন একটু ভিন্ন হবে কাজেই আমাদের মানিয়ে নিতে হবে। আমরা একজন বাড়তি বোলার নিয়ে খেলছি। নাসুম খেলবে আফিফের জায়গায়।’
দেখে নেওয়া যাক বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
Discussion about this post