নিলয়, স্পোর্টস ডেস্ক
চলতি এশিয়া কাপে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি টিম টাইগার। অথচ ক্রিকেটের এ সংস্করণে সবচেয়ে দক্ষ সাকিব বাহিনী। তাই সাকিবদের নিয়ে আশাবাদী ছিলো দেশের ক্রিকেট পাগল সমর্থকরা। সমর্থকদের একরাশ হতাশা দিয়ে ব্যাটিং ভরাডুবি প্রদর্শন দেখাচ্ছেন নাঈম-শামীমরা। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোর, পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় সব জায়গায় হতাশার গল্প। তবে এশিয়া কাপের পূর্বে সকল দ্বিপাক্ষিক সিরিজে ফর্মের তুঙ্গে ছিলো টিম টাইগার। তাই আত্মবিশ্বাসের কোন ঘাটতিতে ছিলো না লাল সবুজ প্রতিনিধিদের এমনটাই বিশ্বাস ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুসের।
এশিয়া কাপে নিজেদের ব্যর্থতা সম্পর্কে জানাতে গিয়ে আজ গণমাধ্যমে জালাল ইউনুস বলেন, ‘আফগানিস্তানের সাথে আমরা ভালো একটা ম্যাচ জিতেছি। সবাই আশা করেছে আমরা শ্রীলঙ্কার সাথে জিতবো। আমরা মনে করি শ্রীলঙ্কার চেয়ে অবশ্যই আমরা ভালো দল। কিন্তু আমরা আশানুরূপ ফলাফল করতে পারিনি। আমরা প্রায় সবাই আত্মবিশ্বাসি ছিলাম এই খেলাটা জিতবো স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর। খেলাটা জিততে পারিনি বলে আমরা পিছিয়ে গেছি।’
দলের মনোবল ভেঙেছে কি না সেই প্রশ্নে জালাল বলেন, ‘কি কারণে ডিমোটিভেটেড? আপনি বলেন? কোন দিক দিয়ে ডিমোটিভেটেড? তারা যেভাবে ঢাকায় কষ্ট করেছে, আয়ারল্যান্ড থেকে ফিরে আমরা যেভাবে পুরো দলকে নিয়ে অনুশীলন করেছি, আফগানিস্তান সিরিজও খেলেছি। এরপর এখানে এসেছি। সবাইতো প্র্যাকটিসে ছিল। হাইলি মোটিভেটেড টিম।’
ডিমোটভেশনের কোন সুযোগই নাই উল্লেখ করে জালাল ইউনুস জানান, ‘আমি এখনো মনে করি… খেলার মধ্যে তো হার জিত আছেই। আমাদের যে টার্গেট ছিল সেটার পূরণ করতে পারিনি এটা সত্যি কথা। সবাই চেষ্টা করে। সবাই কিন্তু শতভাগ দিয়ে খেলে। টিম ম্যানেজমেন্ট, খেলোয়াড় সবাই ভালো খেলতে চেষ্টা করে। হয়তো অনেক সময় ফলটা হয় না। এটাই ক্রিকেট।’
Discussion about this post