আশিকুর রহমান, নাটোর প্রতিনিধিঃ
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১৪তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি সভার শুরুতে নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধানদের শুভেচ্ছা ও স্বাগত জানান। একাডেমিক কাউন্সিল সভায় ১৩তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, সামার ২০২০ সেমিস্টারের সকল ব্যাচ শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট অনুমোদন, ২০২১ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন, শিক্ষকগণের উচ্চ শিক্ষার আবেদন অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, সিন্ডিকেট কর্তৃক মনোনীত সদস্য- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ইকবাল মতিন এবং বোর্ড অব ট্রাস্ট্রিজ মনোনীত অন্যান্য সদস্যবৃন্দ।
Discussion about this post