দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধি :
ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা বিদ্যুৎপৃষ্ট হলেও বিদ্যুৎ থেকে বাঁচে নাই ছেলে রিফাত তালুকদার (১৮) ।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের আমসুলা গ্রামে এ ঘটনা ঘটে ।
জানা যায়, শাহজাহান তালুকদারের ছেলে রিফাত তালুকদার ফসলের জমিতে পানি দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয় । এ দৃশ্য বাবা শাহজাহান তালুকদার দেখলে ছেলেকে বাঁচাতে যেয়ে নিজেও বিদ্যুৎপৃষ্ট হন । এলাকাবাসী বাবা ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করে । এবং পিতা শাহজাহান তালুকদার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি আছে ।
প্রতিবেশী রুবেল তালুকদার নামের একজন জানান,ফসলের জমিতে পানি দিতে গেলে রিফাত তালুকদার বিদ্যুৎপৃষ্ঠ হয় । এ ঘটনা দেখলে রিফাতের বাবা শাহজাহান তালুকদার ছেলেকে বাঁচাতে যায় । চিৎকার করেও কারো সাড়া না পেলে লাঠি দ্বারা বিদ্যুতের তারে আঘাত করলে বাবাও বিদ্যুৎপৃষ্ঠ হন । বাবা-ছেলের এই দৃশ্য দেখে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । তবে রিফাত তালুকদার হাসপাতালে নেয়ার পথে মারা যায় । এবং রিফাতের বাবা বর্তমানে ময়মনসিহে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ।
Discussion about this post