মাসুদ হাসানঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে।আজ শুক্রবার কাঁচপুর সোনাপুর এলাকায় স্থাপিত কাঁচপুর অ্যাপোলো হাসপাতালে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ক্যাম্পেইন কার্যক্রম চলে।
মানবিক এই ক্যাম্পেইনে কাঁচপুর বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ ক্যাম্পেইনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, স্থানীয় সাংবাদিকগন, শুভাকাঙ্খী গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
মানবসেবা মূলক মহতী এ কাজে পুরুষ চিকিৎসক হিসেবে স্বেচ্ছাসেবা দিতে উপস্থিত ছিলেন মেডিসিন, ডায়াবেটিস, বাত ব্যথা, নাক, কান, গলা ও যৌন রোগের অভিজ্ঞ চিকিৎসক ডা. আশরাফুজ্জামান নয়ন, এবং নারী চিকিৎসক হিসেবে ছিলেন গাইনী, প্রসুতী, বন্ধাত্ব ও স্ত্রী রেগে অভিজ্ঞ ডা. ফারহানা শবনম।
কাঁচপুর অ্যাপোলো হাসপাতালে পরিচালক মাসুম বিল্লাহর দেওয়া ও চিকিৎসকরনের ব্যবস্থাপত্রে ব্যবহৃত লিখিত তথ্যের ভিত্তিতে জানা গেছে, পুরুষ চিকিৎসক ডা. আশরাফুজ্জামান নয়ন এর যোগ্যতা ও অভিজ্ঞতা এমবিবিএস (ডিইউ), পিজিটি মেডিসিন পিজি হাসপাতাল (সিসিডি) ডায়াবেটেলজি বারডেম,(ডিওসি) চর্ম ও যৌন। সিএমইউ (আল্ট্রাসনোগ্রাম), বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর এ-১০৫৬৮৫ এবং নারী চিকিৎসক ডা. ফারহানা শবনমের যোগ্যতা ও অভিজ্ঞতা এমবিবিএস (ডিইউ), পিজিটি (গাইনী এন্ড অবস),সিসিডি) ডায়াবেটেলজি বারডেম, বিএমইউ (আল্ট্রাসনোগ্রাম), শিশু ও মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউট মাতুয়াইল। বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর এ-১০৬৯২৯।
Discussion about this post