নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ড ভ্যান থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে শিক্ষার্থীরা।
এ ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জেলার গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবা জব্দ করা হয় । আটক হেলপারের নাম সোহাগ (২১)। তার বাড়ি নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামে।
মিতুল ভূইয়াসহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, ‘আমরা মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলাম। দুপুরের দিকে চট্টগ্রাম থেকে টঙ্গীগামী একটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সিগন্যাল দিই। তবে চালক তা অমান্য করে সামনে এগিয়ে যেতে থাকে। কয়েক শ গজ সামনে আরো কয়েক জন ছাত্র রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করলে গাড়ির হেলপার ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চালককে নির্দেশনা দেয়। পরে চারদিক থেকে কাভার্ড ভ্যানটিকে ঘিরে ফেললে, সেটি আর পালিয়ে যেতে পারেনি। গাড়িটি থামানোর পর তল্লাশি করা হলে হেলপারের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’
Discussion about this post