রায়হান সিদ্দিকী, বেনাপোল প্রতিনিধি:-
বেনাপোল কাষ্টমস হাউসের এক সহকারী রাজস্ব কর্মকর্তা কে কুপিয়ে আহত করেছে দূবৃত্তরা। আহত রাজস্ব কর্ম কর্তার নাম জনাব রাফি হোসেন, পিতা: কাজীম উদ্দীন জেলা: নেত্রকোনা।
ঘটনা সুত্রে জানা , বেনাপোল কাষ্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো: রাফি ছুটির দিন হওয়ায় প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে বেনাপোলের পাচুয়ার বাওর এলাকায় যান। পরবর্তীতে সন্ধ্যা ঘনিয়ে আসলে তারা ফেরার জন্য রওনা দেন, পথিমধ্যে ০২ জন দূবৃত্ত পথরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে মানুষের উপস্থিতি টের পেয়ে দূবৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে স্হানীয় জনগন আহত সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিকে উদ্ধার করে এবং কাস্টমস হাউসের কর্মকর্তাদেরকে বিষয়টি অবহিত করে।
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা প্রশাসন জনাব আরিফুর রহমান জানান, সহকারী রাজস্ব কর্মকর্তা রাফির আহতের খবরটি পাওয়া মাত্রই আমরা তার চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যাই এবং জরুরী বিভাগে ভর্তি করি। বর্তমানে তিনি ডাক্তারদের তত্তাবধানে চিকিৎসাধীন আছেন।
Discussion about this post