রায়হান সিদ্দিকী, বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে পৃথক অভিযানে অবৈধ প্রসাধনী,২০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গতকাল সোমবার বিকালে বেনাপোল থানাধীন চেকপোষ্ট এলাকার রেজাউল মার্কেটের সামনে বেনাপোল- যশোর মেইন রোডের ফুটপাতের উপর হতে ৪,৫১,০০০/- ( আনুমানিক) টাকার ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও শাড়ী পণ্যসহ আঃ নবীছদ্দিন(৫২) নামে একজনকে আটক করে। অপরদিকে পৃথক আরেকটি অভিযানে রাত ১০ টার দিকে বেনাপোলের ছোট আচঁড়া গ্রামের বেনাপোল স্থলবন্দরের ৩১ নং ইয়ার্ডের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ইউসুফ মন্ডল(৩৬) ও জুয়েল রানা (২০) নামে আরোও ২ জনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান,যশোর পুলিশ সুপার মহোদয় প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম, এর নির্দেশে অভিযান পরিচালনাকালে ভারতীয় অবৈধ প্রসাধনী ও ২০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলা সহ o৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
Discussion about this post