মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে পুড়ে গেছে ২ টি দোকান। রোববার সকাল সাড়ে ৭ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কুটি চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জানান।
জানা যায়, কসবা পুরাতন বাজারে মনি মুক্তা স্টুডিওসহ একটি মনোহারি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।
Discussion about this post