মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে সূর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা ও রবীন্দ্রসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সিভিল সার্জন মোঃ একরাম উল্লাহ,ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস। এ সময় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকর্ম ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। এছাড়া শিল্পীরা মনোজ্ঞ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে।
Discussion about this post