মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি গাঁজাসহ মো. সেলিম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের অষ্টগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা খেয়াঘাট থেকে মাদক বোঝাই করা একটি সিএনজিচালিত অটোরিকশা অষ্টগ্রামের দিকে আসছে। পরে তালশহর সড়কের অষ্টগ্রাম ভান্ডারি মার্কেটের সামনে অবস্থান নিলে সেই সিএনজিচালিত অটোরিকশাটি আসতে দেখে থামাতে সংকেত দেই৷ সিএনজিটি থামিয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে গ্রেফতার করা হয়। অন্যজন পালিয়ে যান। এ সময় সিএনজিতে তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷
তিনি জানান, এই ঘটনায় রাতে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অপর পলাতক আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
Discussion about this post