ভারতের বাজারে গত বছরের আগস্ট মাসে প্রতি ভরি সোনার দাম উঠেছিল ৫৬ হাজার রুপি। আর সেই সোনার দাম কমতে কমতে এসে তলানিতে ঠেকেছে। ৬ থেকে ৭ মাসের ব্যবধানে ১০ হাজার রুপি কমে ৪৬ হাজার রুপিতে দাঁড়িয়েছে প্রতি ভরি সোনার দাম।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে সোনায় বিনিয়োগ কমতে শুরু করেছে। বন্ডের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি এর বড় কারণ। ফলে ক্রেতারা স্বর্ণ ছেড়ে বন্ড কেনাতেই প্রাধান্য দিচ্ছেন।
আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোনার দাম ১ হাজার ৭১৯ ডলার প্রতি আউন্স, ২৬ দশমিক শূন্য ৮ ডলার রুপার দাম।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে প্রতি ১০ গ্রামের হিসাবে সোনার দাম ৪০ হাজারের কাছাকাছি ছিল। সেখানে ৫৬ হাজার রুপিতে পৌঁছায় মার্চ থেকে বাড়তে বাড়তে আগস্ট পর্যন্ত। এরপরই শুরু হয় দরপতন।
সূত্র: এনডিটিভি
Discussion about this post