ভারতের মধ্য প্রদেশের সিধি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। যাদের অন্তত ২০ জনই নারী। উদ্ধারকাজ এখনও চলছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে জরুরি সহায়তাকারী দলের সদস্যরা।
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সমবেদনা জানিয়ে মৃতদের পরিবার পিছু দু’লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ রুপি অনুদান দেয়া হচ্ছে।
সূত্র: রিপাবলিক
Discussion about this post