দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি নিহত হয়েছেন । একই স্থানে সেনাবাহিনীর ৮ সদস্য আহত হয়েছেন । বুধবার (১৬ ফেব্রুয়ারি)সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার কৃষ্ণবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মরতুজা বেগম (৬০) ও তার নাতনি জান্নাত আক্তার (৩)। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি নামক স্থানে পারাপারের সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ওই নানি-নাতিকে চাপা দিয়ে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই নানি ও নাতির মৃত্যু হয় ।
এদিকে দ্রুত বেগে অতিক্রম করার সময় একই পথগামী একটি পিকআপভ্যানকে চাপা দেয় অপর একটি বাস । এতে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে উল্টে যায় ।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে । আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহের সিএমএইচে পাঠানো হয়েছে ।
Discussion about this post