নুরুল বশর (মানিক) কক্সবাজার প্রতিনিধিঃ
মহেশখালীর কুতু্জোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইক্ষের সংর্ঘষে ১জন নিহত ও ২জন আহত হয়েছে৷
আজ সোমবার (২০সেপ্টেম্বর) সকাল ১১.৩০ মিনিটের দিকে ৫নং ওয়ার্ড কেন্দ্রে এই ঘটনা ঘটে নৌকার প্রার্থী শেখ কামাল ও স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এই ঘটনায় আবুল কালাম নামের একজন নিহত হয়েছে। নিহত আবুল কালাম খোকনের সমর্থক বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।এই ঘটনায় আরো পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়।
ঘটনার পরপরই সেই ৫নং ওয়ার্ড কেন্দ্রের স্থগিত করা হয়েছে।উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে অবস্থান করছেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
এছাড়াও ১২ টা পর্যন্ত ৬নং ওয়ার্ডেও গোলাগুলি চলছে বলে নিশ্চিত হওয়া গেছে।
নিহত আবুল কালামের মরদেহ ময়নাদতন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post