মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করা হয়েছে।
সোমবার ( ১৭ আগষ্ট) সকালে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মির্জা আজম এমপির নেতৃত্বে বালিজুড়ী ইউনিয়নের চরকামারিয়ায় বাস্তবায়নাধীন শেখ হাসিনা বিশেষায়িত জুট মিল ও গুনারীতলা ইউনিয়নে অবস্থিত নির্মানাধীন শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর সচিব মোঃ আব্দুল মান্নান,বাংলাদেশ তাঁতবোর্ড এর চেয়ারম্যান মোঃ শাহ আলম,বস্ত্র অধিদফতর এর মহাসচিব মোঃ নুরুজ্জামান প্রমুখ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল এর সভাপতিত্বে ও বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ তাঁতবোর্ড এর চেয়ারম্যান শাহ আলম,বস্ত্র অধিদফতর এর মহাসচিব মোঃ নুরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল প্রমুখ। এ সময় উপজেলা,শহর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।
Discussion about this post