মাদারীপুর প্রতিনিধিঃ
জাতীয় বশ্বিবদ্যিালয়রে চলমান পরীক্ষা কাযক্রম স্থগতি ঘোষণার প্রতিবাদে মাদারীপুরে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ মছিলি ও সড়ক অবরোধ।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মাদারীপুর সরকারি কলেজ প্রাঙ্গনে ও কলেজের সামনরে সড়কে পরীক্ষার দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মছিলি ও সড়ক অবরোধ করে অত্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের নানা ¯েøাগান বিক্ষোভ মিছিল করে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। ‘বঙ্গবন্ধুর বাংলায়, “বৈষম্যের ঠাই নাই’ , সরকাররে কি শিক্ষানীতি-একই দেশে দুই নীতি, “বৈষম্য মানি না-মানবো না, মানবো না’, ‘চলমান পরীক্ষা দিতে চাই, নিতে হবে’, ‘স্থগিত আদেশ প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই, ‘ভিসি স্যাররে সিদ্ধান্ত মানি না-মানবো না, ‘সাত কলেজেরে পাশ করবো-আমরা কি পঁচে মরবো?’ ‘প্রশাসন জবাব চাই-জবাব চাই-জবাব চাই’। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন ?, প্রশাসন জবাব চাই?, ‘আবাসকি হল বন্ধ কেন ? প্রশাসনের জবাব চাই?’ ‘দাবী আমাদরে একটাই পরীক্ষা চাই পরীক্ষা চাই’ । এমন নানা স্লোগানে মুখোরিত হয়ে উঠে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। মানববন্ধন নেতৃত্ব দেয় নাইম সরদার সহ মাদারীপুর সরকারি কলেজের সাধারন শিক্ষার্থীরা।
Discussion about this post