মুমতাজুল কবীর, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম নামকস্থানে বুধবার সকালে সড়ক দূর্ঘটনায় মুন্সী মো: রেজাউল করিম বারেক (৭৫) নামের একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২ জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। নিহত রেজাউল করিমের বাড়ি কালকিনি পৌরসভার পূয়ালী এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার পূয়ালী ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মুন্সী মো: রেজাউল করিম বারেক তার ব্যাক্তিগত কাজে সকালে মাদারীপুর আদালতে যান। সেখান থেকে তিনি মোটরসাইকেল যোগে বাড়িতে রওনা দিয়ে উপজেলার বালিগ্রাম এলাকার ধুলগ্রাম নামকস্থানে আসলে অপরদিক থেকে আসা একটি ইটবাহী নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা মুন্সী মো: রেজাউল করিম বারেক মারা যায়। এসময় অজ্ঞাতনামা দুইজন গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে উপজেলার ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। এবং সেখান থেকে মোটরসাইকেল ও নছিমনটি জব্দ করেন।
ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও নছিমনটি জব্দ করা হয়েছে।
Discussion about this post