সোনারগাঁ থানাধিন মেঘনা এলাকা থেকে রাতের আঁধারে গ্যারেজ থেকে চারটা অটো বাইক চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২০ মে) রাত আনুমানিক ২.১৫ দিকে ইকরা মাদ্রাসা সংলগ্ন গ্যরেজ থেকে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানায় এলাকা বাসি ।
এ ঘটনায় ভুক্তভুগী নাইম জানান,আমার একটি অটো,কবিরের একটি অটো ,বাহাউদ্দিনের দুটি অটো প্রতিদিনের মত ইকরা মাদ্রাসার পাশে শাহজাহানের গ্যারেজে অটো গাড়ি রাখি।২০ তারিখ সোমবার রাতে গ্যারেজের সামনের শিকল কেটে আমাদের চারটা অটো গাড়ি চুরি করে নিয়ে যায়।
এই চুরি ঘটনা সোনারগাঁ থানায় জানতে চাইলে এস আই আজাদ জানান,এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি,আমরা তদন্ত করে দেখবো।
Discussion about this post