নুরুল বশর মানিক,কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ২০২০সালে ৩১জুলাই পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এঘটানার দেড় বছর পর আগামীকাল সোমাবার (৩১জানুয়ারি) এই হত্যা মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন আদালত।
এদিকে এই রায়কে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কক্সবাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলাবাহিনী সদস্য ও গোয়েন্দা নজরদারি।সকালে প্রিজন ভ্যানে আসামিদের আদালত প্রাঙ্গণে আনার পথে পুলিশের পাশাপাশি র্যাবের বাড়তি সদস্য উপস্থিত থাকবে।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান বলেন, আদালতের নির্দেশে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা থাকবে। মোতায়েন করা হবে অতিরিক্ত ফোর্স। বিচার চলাকালে আদালত প্রাঙ্গণে সর্বসাধারণের চলাচল সীমিত রাখা হবে। সিনহা হত্যা মামলার ১৫ আসামি কক্সবাজার কারাগারে আছেন। সকালে প্রিজন ভ্যানে আসামিদের আদালত প্রাঙ্গণে আনা হবে।
মেজর সিনহার পরিবার ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষীতের ফাঁসির দাবি জানিয়েছেন।
এদিকে ওসি প্রদীপ কুমার দাশসহ হত্যার ঘটনায় অভিযুক্তদের কী শাস্তি হবে, তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল-আলোচনা রয়েছে।
Discussion about this post