বেরোবি প্রতিনিধি :
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহত ও নিহত শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নেওয়ায় ফেসবুকজুড়ে নানা পোস্টে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিন্দা জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেউ আত্মার মাগফিরাত জানাচ্ছেন আবার কেউ মেরুদণ্ড যুক্ত শিক্ষক চেয়ে ব্যঙ্গ করে নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট দিচ্ছেন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের পাশে সাঁড়ানোর পর বেরোবির শিক্ষকদের নিশ্চুপতা নিয়ে এ নিন্দা আরো বেড়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফেসবুকজুড়ে শিক্ষকদের সমালোচনা করছেন।
এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাবি শিক্ষকদের লাল কাপড় বেধে করা সমাবেশের ছবি দিয়ে মো.সুলাইমান নামের এক শিক্ষার্থী লিখেছেন, যে শিক্ষক সমাজ সত্য বলতে কার্পন্য করে তাদের জন্য এক রাশ ঘৃণা। শহীদ হওয়ার পর যারা সংহতি জানাতে আসে, ত্রাণকর্তা হিসেবে হাজির হয় তাদের জন্যেও ঘৃণা।
আরেক শিক্ষার্থী জান্নাতুন নাহার তুলি ফেসবুকে লিখেছেন, ‘আন্দোলনে প্রথম মৃত্যুবরণ করা আবু সাঈদের শিক্ষকেরা কি করলো?
নাবিল ইসলাম নামে এক শিক্ষার্থী লিখেছেন, বেরোবির সহিংসতায় ভুগা চুড়ি পড়া শিক্ষকদের ঘুম ভাঙ্গে না এখনো!!
তাইমুর মোবিন নামে এক শিক্ষার্থী লিখেছেন,’আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্ব-দেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
এই বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. বিজন মোহন চাকি বলেন, আমরা শিক্ষর্থীদের পাশে ছিলাম আছি,অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাধারণ ব্যানারে কর্মসূচি পালন করছে,আমরাও ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি,শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রশাসনকে বলে আবু সাঈদ এর পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছি, এবং আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।