মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে স্বামীর সাথে ঢাকা যেতে না পেরে ৬ মাসের শিশু সন্তান রেখে শরিফুল বেগম (২২) নামে এক গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার টুপকারচর গ্রামের নিজবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ টুপকারচর গ্রামের রতন বেপারির স্ত্রী এবং চারাইলদার গ্রামের নূরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, রতন বেপারি রাজধানীতে বেসরকারি একটি ফার্মে কর্মরত। তিনি বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিলে বুধবার তার স্ত্রী শরিফুল বেগমও সাথে ঢাকার বাসায় যেতে চান। রতন তাকে নিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়।
এদিকে রতন বেপারি বৃহস্পতিবার ভোরে মেলান্দহ রেল স্টেশন থেকে কমিউটার ট্রেনে কর্মস্থলে রওনা দেন। তারপর শরিফুল বেগম ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে তার বাবা নূরুল ইসলাম এসে মেয়েকে ফাঁসিতে ঝুলতে দেখেন।
প্রতিবেশিরা জানান, শরিফুল বেগমের ৬ মাসের শিশু সন্তান রয়েছে। ভোরে শিশুর কান্নাকাটি শুনে এগিয়ে গিয়ে দেখতে পান শরিফুল আত্মহত্যা করেছেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। পারিবারিক কলহ থেকেই ওই গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Discussion about this post