মোঃজুয়েল রানা , মোহনপুর, রাজশাহী
রাজশাহী মোহনপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরুত্ব নিশ্চিতকরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন বাজার মনিটরিং এবং পাড়া মহল্লায় গিয়ে সচেতনতা হওয়ার পরামর্শ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম।
মঙ্গলবার সকাল ১১ঃ৩০টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম এর নেতৃত্বে
মোহনপুর বাজার থেকে কামারপাড়া বাজার ফরিদপুর গ্রাম এবং বিভিন্ন বাজারে সামাজিক দুরুত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও বাজার মনিটারিং করেন। পাড়া মহল্লায় গিয়ে বলেন চায়ের দোকান, কেরাম খেলা নিষেধ করেন। এবং সামাজিক দুরুত্ব নিশ্চিতকরণ ও বিভিন্ন বাজার মনিটরিংকালে তিনি বলেন, আপনারা বিনা প্রয়োজনে বাড়ি থেকে বাহির হবেন না। আমরা প্রত্যেকে আমাদের মা-বাবা ও সন্তানদের ভালোবাসি। কমপক্ষে তাদের কথা ভেবেই করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকার যে নির্দেশনা গুলো দিয়েছেন সেগুলো মেনে চলি।
তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্য কোন দোকান খোলা রাখবেন না। কেউ দেশের সংকটময় মুহুর্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।