মোঃজুয়েল রানা, মোহনপুর,প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুরে ১৩ ডিসেম্বর সকালে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃআব্দুস সালামের সাথে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন মোহনপুরের শিক্ষক সমিতির নবনির্বাচিত সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এম, এ. কাইউম। এসময় সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি দীলিপ কুমার সরকার,বাকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক আব্দুল জলিল মোল্লা,বাকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মৌগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন সহ নেতৃবৃন্দ।
যানা যায় রাজশাহী মোহনপুর উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি মোহনপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২, ১০শে ডিসেম্বর রোজ শনিবার বেলা ১১ টার সময় বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
সভাপতি, সম্পাদক, ও সাংগঠনিক পদে ২ জন করে প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে বাংলাদেশ শিক্ষক সমিতির মোহনপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হোন সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এম, এ. কাইউম, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বদের।
Discussion about this post