ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নগরীর শিববাড়ি ওভার ব্রিজ এলাকা থেকে ৪০ কেজি ওজনের কষ্টি পাথর ও ৬ টি মোবাইল সহ ৭ জন কে আটক করেছে র্যাব ।
মঙ্গলবার ১২ জানুয়ারি রাত ২ টার দিকে নগরীর শিববাড়ি এলাকা থেকে কষ্টি পাথর সহ ৭ জন কে আটক করে র্যাব- ১৪।
আটক কৃতরা হলেন রঘুরামপুর গ্রামের মোহাম্মদ রুকতন( ৪০),ইশ্বরগঞ্জ থানার মধুপুর বাজারের প্রদীপ মজুমদার (৬৬)চর ঝাউগরার শেখ সামসুল আলম (৪৬),চর খরিচার, মোঃ শহীদুল্লাহ ও(৫৯), ৪১ নং নাটকঘর লেন এলাকার নিমন রানা(৩০),শম্ভূগঞ্জ সব্জি পাড়ার, মোহাম্মদ আলাউদ্দিন( ৭০) নাজিরুল ইসলাম মিন্টু( ৪৯),বুধরার দুপুরে ময়মনসিংহ র্যাব- ১৪ কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
Discussion about this post