দেলোয়ার হোসেন রাজিব, ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে বাস চাপায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে । ৬ ডিসেম্বর সোমবার দুপুরে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের আলালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই নূরজাহান বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয় । নূরজাহান বেগম আলালপুর গ্রামের ইসাম উদ্দিনের স্ত্রী ।
সরেজমিনে গিয়ে দেখা যায়,নিউ হানিফ পরিবহনের শেরপুরগামী একটি বাস ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর নামক স্থানে আরিফ অটো রাইস মিলে ডুকে পরে । এতে করে ঐ মহিলার মৃত্যু হয় ।
এলাকাবাসী জানান,বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী ও একটি সিএনজিকে চাপা দিয়ে আরিফ অটোরাইস মিলে ডুকে পরে । এতে রাইসমিলে সামনের অংশেরও কিছুটা ক্ষতি হয়েছে ।
এতে ঘটনাস্থলেই নূরজাহান বেগম মারা যায় এবং সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হয় । স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার সূত্রে জানা যায়, ঘাতক বাস জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।
Discussion about this post