দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ সদর উপজেলার চুরখায়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলে খুন হয়েছে । নিহতরা হলেন জেলার সদর উপজেলার চুরখাই এলাকার আবুল খায়ের (৫০) এবং তাঁর ছেলে ফরহাদ হোসেন (২৫) । এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন । আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি । কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা গেছে,১লা ফেব্রুয়ারী (বুধবার) দুপুরে প্রতিবেশীদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আবুল খায়ের ও তাঁর ছেলে ফরহাদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় । এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান । এ সময় আরও তিনজন আহত হন । পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।
Discussion about this post