যশোর জেলা প্রতিনিধি :
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে যশোরে প্রযোজনা ভিত্তিক নাট্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে পাঁচ দিনব্যপী নাট্য-প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি আমিনুল রহমান হিরু’র সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন এমএ নির্দেশনা ও নাট্যকলা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়’র বিপ্লব সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মুবিন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা উদীচী সংসদের সেক্রেটারি সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সহ-সভাপতি আব্দুল আফ্ফান ভিক্টর ও জন দিলিপ দাস, নাট্য সম্পাদক রিয়াদুর রহমান, সদস্য শিতল মিত্র এবং শুভংকর গুপ্ত প্রমুখ। এ প্রশিক্ষণ চলবে আজ বুধবার থেকে আগামী রোববার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী শাহেদ নওয়াজ।
Discussion about this post